ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক দানা গমও প্রবেশ করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এর ফলে গাজায় মানবিক সহায়তার পথ কার্যত বন্ধ হয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোমবার (৭ এপ্রিল) এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ইসরায়েলি মন্ত্রী বলেন, ‘একটি গমের দানাও এই অঞ্চলে প্রবেশ করবে না।’
এর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দেবে না বলে জানিয়েছে। এই খবর ঘিরে ব্যাপক আলোচনা হয় এবং ধারণা করা হচ্ছিল আন্তর্জাতিক চাপের মুখে অবস্থান বদলাচ্ছে ইসরায়েল।
এমনকি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর বরাতে জানায়, সেনাবাহিনী একটি ‘পাইলট প্রকল্প’ নিয়ে কাজ করছে যাতে হামাসকে এড়িয়ে সরাসরি জনগণের কাছে সহায়তা পৌঁছায়।
কিন্তু পরে ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের আগের অবস্থান থেকেই সরে আসে। তারা জানায়, ‘সকালে মানবিক সহায়তার বিষয়ে ঘোষণার পর সেনাবাহিনী রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী কাজ করছে। হামাসকে কোনো ধরনের সাহায্য দেওয়া হবে না।’
এমন প্রেক্ষাপটে ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ স্পষ্ট জানিয়ে দেন, মানবিক সহায়তা গাজায় ঢোকার কোনো সুযোগ নেই। তিনি আগের সব তথ্য খারিজ করে দিয়ে বলেন, ‘এক দানা গমও গাজায় প্রবেশ করতে পারবে না।’
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অবস্থান গাজায় মানবিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলবে।