গাজা উপত্যকায় আবারও ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় নতুন করে অন্তত ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তেলআবিবের সেনারা। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে নির্বিচারে চালানো এসব হামলায় আহত হয়েছে আরও অনেকে।
মঙ্গলবার (৮ এপ্রিল) আল জাজিরা জানায়, গাজার উত্তরাঞ্চলীয় শহর গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এর আগে দেইর আল বালাহ, খান ইউনিসসহ বিভিন্ন স্থানে চালানো আক্রমণে প্রাণ হারায় আরও ১২ জন।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গাজায় সহিংসতা নতুন মাত্রায় পৌঁছেছে। উপত্যকার আকাশজুড়ে ফাইটার জেটের গর্জন আর স্থলপথে ভারি যুদ্ধযানের চলাচল আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে।
গেল দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। কেবল গত কয়েক সপ্তাহেই গৃহহীন হয়েছেন প্রায় ৪ লাখ ফিলিস্তিনি।
এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় হাজার হাজার মানুষ চরম খাদ্য সংকট ও অপুষ্টিতে ভুগছে। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানায়, টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা উপত্যকায় প্রবেশ করতে পারেনি।
বিশ্লেষকরা বলছেন, অব্যাহত এই আগ্রাসন কেবল মানবিক বিপর্যয়ই বাড়িয়ে দিচ্ছে না, বরং মধ্যপ্রাচ্য জুড়ে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে তুলছে।