মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
তিনি বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার নাম এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, যেহেতু তারা এই শোভাযাত্রার মূল আয়োজক।’
ফারুকী আরও জানান, আগামী ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রা, যা ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত।