গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেপ্তার এবং গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
রাকিব বলেন, “ইসরায়েলি বাহিনীর হাতে ৫১ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বড় অংশ নারী-শিশু। আমরা এই গণহত্যা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
তিনি আরও বলেন, “গতকাল যেসব ব্যক্তি বাটা, কেএফসি ও পিজ্জা হাটে হামলা চালিয়েছে, আমরা তার নিন্দা জানাই। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”
বকুল বলেন, “যে সমস্ত দেশ এ হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুখ খুলছে না, আমরা তাদের ধিক্কার জানাই। আজ থেকে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব।”
সালাহ উদ্দিন আহমেদ বলেন, “গণহত্যায় আমেরিকার প্রত্যক্ষ মদদ রয়েছে। বিশ্ব মুসলিম নেতাদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।”
তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।