ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ মিথ্যা যৌতুক মামলার অভিযোগে নাছিমা আক্তার (৪৪) নামে এক বাদীকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) আদালত রায় দেন, যেখানে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার আসামি সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান। আদালত সূত্রে জানা যায়, নাছিমা আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি করে মামলা করেন। তবে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করার পর আদালত এটিকে মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে আখ্যায়িত করেন।
মামলার নথি অনুযায়ী, নাছিমা আক্তারের বিয়ে ১৯৯০ সালে হয় এবং তাদের দুই সন্তান জন্মগ্রহণ করে। তবে একপর্যায়ে স্বামী বিদেশে গিয়ে স্ত্রীর নামে জমি কিনলেও সেখানে স্থায়ী বসবাস করেননি। এরপর স্ত্রীর সিআর (নালিশি) মামলা আদালত খারিজ করে দিলে, স্বামী তাকে তালাক দেন। তালাকের পরেই তিনি যৌতুক মামলায় অভিযোগ করেন।
আদালত বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী এই সাজা দেন। রায়ে বলা হয়েছে, এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।