জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করেছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক শিল্পমন্ত্রী সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে অর্থ উপার্জন করেছেন। এছাড়া, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং তার স্ত্রীর ১৩টি ব্যাংক হিসাব থেকে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
অপরদিকে, তার স্ত্রীর নাদিরা মাহমুদের বিরুদ্ধে স্বামীর প্রভাব খাটিয়ে অবৈধ উপার্জন এবং অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, নাদিরা মাহমুদ স্বামীর আর্থিক সহায়তা ও প্রভাবের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।
দুদক আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করেছে