বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরে খেলতে দেশ ছাড়ছেন। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় লেগ স্পিনার রিশাদ হোসেন পাকিস্তানের উদ্দেশে রওনা দেন। এরপর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে লিটন দাসও পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেন।
এদিকে, পেশাওয়ার জালমিরের হয়ে পিএসএল খেলতে যাওয়ার জন্য নাহিদ রানা এখনও দেশ ছাড়েননি। তিনি সিলেট টেস্টের পরই পাকিস্তান যাবেন।
পিএসএল এর দশম আসরে লিটন দাস করাচি কিংসের হয়ে এবং রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। নাহিদ রানা পেশাওয়ার জালমিরে খেলবেন।
লিটন ও রিশাদ পুরো আসরের জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন, তাই তারা জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে পারবেন না। তবে নাহিদ রানা পুরো আসরের জন্য এনওসি পাননি, ফলে তিনি সিলেট টেস্টের পরই পিএসএল খেলতে যাবেন।
এবারের পিএসএল আসর ১১ এপ্রিল থেকে শুরু হবে। ৬টি দল নিয়ে অনুষ্ঠিত এই আসরে মোট ৩৪টি ম্যাচ হবে, যা লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আসরের ফাইনাল ম্যাচ হবে ১৮ মে, লাহোরে।