ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী পাকিস্তানে কেএফসিতে ভাঙচুর, গ্রেফতার কমপক্ষে ১৭০ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চিঠি ইরানের খামেনির সিঙ্গাপুর থেকেও পালিয়েছেন, কোথায় আশ্রয় নিলেন শেখ তাপস তৃতীয় সপ্তাহেও বাড়লো ‘জংলি’র প্রদর্শনী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ বাংলাদেশের সঙ্গে বৈঠকে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার বৈধ নয়: ফরহাদ মজহার মমতার অভিযোগ উড়িয়ে ঢাকার পাল্টা মন্তব্য, একাংশ প্রত্যাখান ভারতের মাগুরার সেই শিশুটিকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা-সুরে গান গাইলেন বাপ্পা মজুমদার পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার ইরানে হামলার ‘ইসরায়েলি পরিকল্পনা’ আটকে দিয়েছেন ট্রাম্প ডন থ্রিতে রণবীরের বিপরীতে থাকছে শর্বরী ওয়াঘ গাজায় সব সময় থাকবে ইসরায়েলি সেনা: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা গণহত‍্যার জন‍্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক ২৯ ঘণ্টা বন্ধ থাকবে বসতবাড়িতে অনৈতিক কাজ, আগুন দিলো জনতা টাইমের প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস-ট্রাম্প, নেই কোনো ভারতীয় সংস্কার নিয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজ স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক; তদন্তে কমিটি

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৭:০৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৭:০৭:৫৭ অপরাহ্ন
নিজ স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক; তদন্তে কমিটি
নওগাঁর মান্দায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে একটি দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনার ১৩ দিন পার হলেও শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি, এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবি, প্রধান শিক্ষক আকরাম হোসেনের অপসারণসহ দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

এছাড়া, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন: মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চক-কামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এবং স্থানীয় অভিভাবক সদস্য রিপন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক আকরাম হোসেন গত ২৬ মার্চ নিজের স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিয়ে করেন। জন্মসনদ অনুযায়ী, ওই ছাত্রীর বয়স ১৬ বছর ৬ মাস। এটি তার তৃতীয় বিয়ে, তার পূর্ববর্তী দুই স্ত্রীর মধ্যে একজন স্কুল শিক্ষক এবং অন্যজনও তারই ছাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন বলেন, শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে এর আগেও অসংগতির অভিযোগ ছিল, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তিনি দাবি করেছেন, টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করার গুঞ্জন চলছে।

এ বিষয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষক আকরাম হোসেনকে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি এবং বিদ্যালয়ে গিয়েও তার দেখা পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ বলেন, তিনি বিষয়টি জানেন এবং তদন্ত প্রতিবেদন যথাসময়ে জমা দেওয়া হবে।

ইউএনও শাহ আলম মিয়া বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী