প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরে একটি পদ্ধতি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, এই লক্ষ্যে নির্বাচন কমিশন তিনটি পদ্ধতিকে বেছে নিয়েছে— পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, “প্রবাসীরা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই তাদের ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। একটি নির্দিষ্ট পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেয়া সম্ভব নয়, তাই মিশ্র পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, তিনটি পদ্ধতি নিয়ে ‘মব টেস্টিং’ করা হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। দেশের ভিন্ন ভিন্ন প্রবাসী আবাসিক পরিবেশ বিবেচনায় রেখে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণের জন্য একটি অ্যাডভাইজারি পরিষদ গঠন করা হবে। তাদের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও জানান, প্রবাসীদের ভোটের আওতায় আনাই ২০২৫ সালের মধ্যে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য।