ঘরের মাঠে টানা ২২ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড শেষ হলো বায়ার্ন মিউনিখের। হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে জার্মান জায়ান্টদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে ইন্টার মিলান।
আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল চড়ানো। হ্যারি কেইন ও ওলিসে'র নেতৃত্বে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বায়ার্ন। ম্যাচের ২৬ মিনিটে সোনালী সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন কেইন।
অন্যদিকে, রক্ষণভাগ গোছানোর পর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ইন্টার। প্রথমার্ধের ৩৮ মিনিটে লাউতারো মার্টিনেজের নিখুঁত শটে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার মিলান।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ম্যাচের ৮৫ মিনিটে লামাইরের ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন টমাস মুলার, ফিরিয়ে আনেন সমতা। মুহূর্তেই গর্জে ওঠে গ্যালারি, ড্রতেই হয়তো শেষ হবে ম্যাচ—ধারণা করেছিলেন অনেকেই।
তবে ৮৮ মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। একটি নিখুঁত কাউন্টার অ্যাটাক থেকে দাভিদে গোল করে বায়ার্নের জালে শেষ পেরেক ঠুকে দেন। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় আলিয়াঞ্জ অ্যারেনা, উল্লাসে ফেটে পড়ে ইন্টার শিবির।
এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেলো ইন্টার মিলান। অন্যদিকে, বায়ার্ন মিউনিখের জন্য এটি ঘরের মাঠে এক দুঃসহ বাস্তবতা।