ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৪:০৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৪:০৭:৫৯ অপরাহ্ন
ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে এবং ব্যাংকের টাকা লোপাট করে কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, "ব্যাংকগুলোতে কেউ লুটপাটের রাজত্ব কায়েম করতে পারবে না," এবং তিনি নিশ্চিত করেছেন যে ব্যাংকিং খাতের সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজ (৯ এপ্রিল) রাজধানীর বিআইবিএম কার্যালয়ে অনুষ্ঠিত ১০ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি এসব কথা বলেন। গভর্নর আরও জানান, ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সুশাসন প্রতিষ্ঠা ও অনিয়ম রোধে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরই বাংলাদেশ ব্যাংক একটি টাস্কফোর্স গঠন করে এবং ব্যাংকিং খাতে সংস্কারের জন্য নতুন আইন প্রবর্তনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

ড. আহসান এইচ মনসুর বলেন, "ফলস্বরূপ কিছু ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তবে কিছু ব্যাংক এখনও কোমর ভেঙে আছে।" তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকগুলোর মধ্যে কিছু ব্যাংকের অবস্থা খারাপ হলেও সব ব্যাংক একে অপরের মতো নয়।

গভর্নর বলেন, "ব্যাংকের টাকা লোপাট করে আর কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না এবং ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে।" তিনি গ্রাহকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের তৎপরতার কথা উল্লেখ করে বলেন, "ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করা হবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরেকটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।"

এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, "ব্যাংকের প্রকৃত মালিক গ্রাহকরাই। তাদের আস্থার দিকে গুরুত্ব দিতে হবে, না হলে ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে না।"

কমেন্ট বক্স