পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে পতাকা উড়িয়ে প্রতিবাদ জানানোর পরিকল্পনা ঘোষণা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি আজ (বুধবার) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে বলেন, তরুণ সংগীত শিল্পীদের বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। ফারুকী বলেন, “আমরা প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে গণহত্যার প্রতিবাদ জানাব এবং এটিকে আমাদের সাংস্কৃতিক বক্তব্য হিসেবে উপস্থাপন করব।”
এছাড়াও, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে মঙ্গল শোভাযাত্রায় পাঁচশতাধিক সংগীত শিল্পী অংশ নেবেন। তিনি আরও জানান, এবারের বৈশাখী উৎসব দ্বিগুণ আকারে অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্ধারণ করবেন কতটা সময় উৎসব চলবে।
ফারুকী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, “ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে বিভাজন সৃষ্টি হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো কালচারাল হিলিং।” তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে যা কিছু করা যাবে, তা আমরা সুষ্ঠুভাবে ও একত্রিত হয়ে করতে চাই।”
এছাড়া, বৈশাখী অনুষ্ঠানে মায়ানমারের রোহিঙ্গা জনগণের জন্যও শুভ কামনা জানানো হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।