ওয়াক্ফ আইন চ্যালেঞ্জ করে করা মামলার শুনানি আগামী ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টে শুরু হতে পারে। গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে এক ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে সরকারের পক্ষ থেকে মামলার রায়ের আগে তাদের বক্তব্য শোনার অনুরোধ করা হয়েছে।
এ পর্যন্ত অন্তত ১৫টি মামলা সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড, জামায়াতে উলেমা ই হিন্দ এবং অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)-এর মতো সংগঠনগুলোর মামলা। মামলাকারীরা দ্রুত শুনানি করার আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, মামলাগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করা হবে এবং ১৬ এপ্রিল থেকে শুনানি হবে।
ওয়াক্ফ বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটি আইনে রূপান্তরিত করেন এবং কেন্দ্রীয় সরকার এটি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে। নতুন আইনটি সারা দেশে কার্যকর হয়ে গেছে।
এই আইনটির বিরোধিতা করে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তি দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ব্যাপক সহিংসতা ঘটে, যেখানে পুলিশকে আক্রমণ করা হয় এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। মণিপুরে এবং উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে, এবং মুসলিম বিক্ষোভকারীদের মুচলেকা নেওয়ার ব্যবস্থা শুরু করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক অনুষ্ঠানে বলেন, নতুন ওয়াক্ফ আইনটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি বড় পদক্ষেপ। তিনি দাবি করেন, এই আইনে গরিব মুসলমান, নারী এবং শিশুদের অধিকার সুরক্ষিত হবে। বিরোধীদের তোষণের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, এই আইন মুসলমান সমাজের সবার অধিকার সুরক্ষিত করবে এবং মৌলবাদীদের তোষণ করার জায়গা তৈরি করবে না।