বিশ্বসেরা ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা দেয়।এদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ। সেই তদন্ত শেষে এই সিদ্ধান্ত জানানো হলো।
সাকিব আল হাসান এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান বাংলাদেশি ক্রিকেটের এই আইকন। বিজয়ীও হন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে অন্যদের মতো সংসদ সদস্য পদ হারান সাকিবও।
দেশের পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসানের নামে একাধিক মামলা হয়েছে। তার মধ্যে হত্যা মামলাও রয়েছে। এবার তার ব্যাংক হিসাবও জব্দ হলো। ফলে সাকিবের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে গেল।
Mytv Online