কাতার বিশ্বকাপের পর থেকে ফ্রান্সের ফুটবলপ্রেমীদের চোখে একরকম শত্রুতে পরিণত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারানোর পর আর্জেন্টাইন শিবিরের উল্লাস যেন ছুঁয়ে গিয়েছিল বিদ্রুপের সীমা। সেই উৎসবের অন্যতম রূপকার ছিলেন মার্টিনেজ নিজেই—এমবাপ্পের পুতুল কোলে নেওয়া থেকে শুরু করে নানা রকম কটাক্ষ, কিছুই বাদ দেননি তিনি।
তা বলে কি আর্জেন্টিনার গোলরক্ষক থেমে যাবেন? মোটেও না।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা। ম্যাচটি প্যারিসের বিখ্যাত পার্ক দেস প্রিন্সেসে। সেই ম্যাচ খেলতে যাওয়ার সময়ই আলোচনায় ফেরেন মার্টিনেজ। বিমান ধরার আগে পোস্ট করা ছবিতে দেখা যায়, তার মাথায় রয়েছে সেই বিশেষ ক্যাপ—যেটি কাতার বিশ্বকাপ জয়ের পর পরেছিল আর্জেন্টিনা দল। ক্যাপটির সামনে রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো এবং ভেতরে খোদাই করা তিনটি বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি।
এই ক্যাপ যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরেছেন, তা বুঝে নিতে সময় লাগেনি কারও। পিএসজি ভক্তদের খোঁচা দিতে এইটুকুই যথেষ্ট।
তবে খোঁচা দিতে গিয়ে বিপদেও পড়তে পারেন মার্টিনেজ। কারণ, প্যারিসের দর্শকদের মাঠে দুয়ো দেওয়া, বোতল ছোড়া বা অশোভন আচরণের রেকর্ড নতুন নয়। তার ওপর লুইস এনরিকের পিএসজি এখন দুর্দান্ত ফর্মে। দেম্বেলে, বারকোলাদের মতো আক্রমণভাগের খেলোয়াড়রা মার্টিনেজকে দিতে পারেন কঠিন পরীক্ষার মুখোমুখি।