চলতি এপ্রিল মাসে পহেলা বৈশাখ উপলক্ষে বেশ ভালোই ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। সঠিকভাবে একদিনের ছুটি নিতে করতে পারলেই উপভোগ করা যাবে টানা চার দিনের বিশ্রাম।
পহেলা বৈশাখ পড়েছে আগামী সোমবার, ১৪ এপ্রিল — যেদিন রয়েছে সরকারি ছুটি। তার আগের দিন, অর্থাৎ রোববার (১৩ এপ্রিল) অফিস খোলা থাকলেও যদি কেউ ব্যক্তিগতভাবে ছুটি নিতে পারেন, তাহলে মিলবে টানা ছুটি:
শুক্র (১১ এপ্রিল) ও শনি (১২ এপ্রিল) সাপ্তাহিক ছুটি, রোববার (১৩ এপ্রিল) ঐচ্ছিক ছুটি, আর সোমবার (১৪ এপ্রিল) সরকারি ছুটি।
অর্থাৎ একদিন ছুটি ম্যানেজ করলেই চাকরিজীবীরা পাবেন টানা চার দিন আরাম করার সুযোগ।
প্রসঙ্গত, এর আগেই সরকারি কর্মচারীরা এবারের ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটির আনন্দ উপভোগ করেছেন।
Mytv Online