গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দেশটি সম্পর্কে নেতিবাচক মনোভাব বেড়েছে বলে জানিয়েছে প্রভাবশালী গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিন নাগরিক বর্তমানে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। অথচ ২০২২ সালের মার্চ মাসে এই হার ছিল ৪২ শতাংশ। ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং ফিলিস্তিনে হাজার হাজার মানুষের প্রাণহানিই এই মনোভাবের পেছনে প্রধান কারণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট দলের ৬৯ শতাংশ সদস্য ইসরায়েলের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। ২০২২ সালের তুলনায় এটি ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, রিপাবলিকানদের মধ্যে এই হার তুলনামূলক কম হলেও ৩৭ শতাংশ নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে, ৫০ বছরের কম বয়সী রিপাবলিকানদের মধ্যে প্রায় ৫০ শতাংশ ইসরায়েলের বিরুদ্ধে মত দিয়েছেন।
ইসরায়েলকে সমর্থনকারী মার্কিনিদের মধ্যে মার্কিন ইহুদিদের ৭৩ শতাংশ এখনও দেশটির পক্ষে ইতিবাচক মনোভাব রাখছেন। তবে চমকপ্রদ তথ্য হলো, ১৯ শতাংশ মার্কিন মুসলিম জরিপে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়াও, শ্বেতাঙ্গ খ্রিষ্টান ধর্মপ্রচারকদের মধ্যে ৭২ শতাংশ ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এই মনোভাব পরিবর্তনের সূচনা হয়। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে ব্যাপক প্রাণহানি, মানবিক সংকট ও অবরোধের চিত্র আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে, যার প্রতিফলন পড়ছে যুক্তরাষ্ট্রের জনমতেও।