সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত ময়নুল ইসলামকে পিআরএল এবং সংশ্লিষ্ট সব সুবিধা স্থগিত করে ১০ এপ্রিল ২০২৫ থেকে দুই বছরের চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখবেন না—এই শর্তে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।