ঢাকা , বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান টানা সপ্তমবার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি ওরস্যালাইন বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে পিটিয়ে হত্যার অভিযোগ ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান, বহনকারী বিমানের ২ কেবিন ক্রু বদল আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: ওসমান হাদির ভাই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ: বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ ভারতের অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা’র ব্যানারে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সহজ ধাপে ঘরে বসেই ই-পাসপোর্ট; জেনে নিন কৌশল পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয় হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ হাদির শেষ বিদায়ে আজহারির আবেগঘন স্ট্যাটাস ওসমান হাদি হত্যা: ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব

স্ত্রীর চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের হৃদয়স্পর্শী পোস্ট

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৭:৫৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৭:৫৪:৩০ অপরাহ্ন
স্ত্রীর চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের হৃদয়স্পর্শী পোস্ট
বর্তমানে সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসার জন্য অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে তার স্ত্রীর অসুস্থতার সময়কার ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, "২০২২ সালের ডিসেম্বর মাসে যখন আমার স্ত্রীর অসুখ ধরা পড়ে, তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল। তিনি আমাদের পরিবারের মূল স্তম্ভ বা ভরসা।" তিনি আরও উল্লেখ করেছেন, এই পরিস্থিতিতে তিনি যত দ্রুত সম্ভব স্ত্রীর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন, তবে তার অস্ত্রোপচারের আগের রাতে তাকে আওয়ামী পুলিশের হাতে আটক করা হয়েছিল।

তিনি পোস্টে বলেন, "অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম, আর আমার মেয়ে ঢাকায় এসে আমার স্ত্রীর পাশে দাঁড়িয়েছিল। তখন হাসপাতলে আমার কন্যারা এবং চিকিৎসক জাহিদ ছাড়া আর কেউ ছিলেন না।"

এছাড়া, মির্জা ফখরুল আরও বলেন, "আমার স্ত্রী সবকিছু অসীম ধৈর্য ও হাসিমুখে মোকাবিলা করেছেন। দীর্ঘদিন ধরে চলা জটিল চিকিৎসা সহ্য করার পাশাপাশি প্রায় ৫০ বছর ধরে আমাদের পারিবারিক চ্যালেঞ্জগুলোও তিনি মেনে চলেছেন।"

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল জানিয়েছেন, "আজ (১০ এপ্রিল) সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত সবকিছু ভালো রয়েছে। তবে ছয় মাস পর আবার আমাদের সিঙ্গাপুরে যেতে হবে। আপনাদের দোয়া ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।"

গত ৬ এপ্রিল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দেশে ফেরার কথা আগামী ১৬ এপ্রিল।

এছাড়া, ২০২২ সালের ডিসেম্বর মাসে মির্জা ফখরুলের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হওয়ার পর ১০ ডিসেম্বর তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কারণে তাকে মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে এবং পরবর্তী ৩২ দিন কারাভোগের পর ২০২৩ সালের ৯ জানুয়ারি মুক্তি পান তিনি।

কমেন্ট বক্স
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার

খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার