ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিএসএলে ম্যাচ জিতিয়ে ‘হেয়ার ড্রাইয়ার’ উপহার পেলেন ভিন্স প্রথম হাসিনামুক্ত-ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি: নাহিদ ইসলাম এবার বাসভবনে ঢুকে সালমানকে হত্যার হুমকি ‘জাট’ দিয়ে বক্স অফিসে জাত চেনালেন সানি আবারও এলো শান্তি ও সুন্দরের বৈশাখ বাংলাদেশের পর এবার গাজাবাসীর পক্ষ নিলো পাকিস্তান ‘এতোদিন শোভাযাত্রা একটি রাজনৈতিক বলয়ে গড়ে উঠেছিল, আজ তা ভেঙ্গে গেছে’ নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে সংক্রান উৎ​সব এশিয়ার ৩ দেশ সফরে শি জিনপিং প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা মক্কায় হোয়াটসঅ্যাপের অডিও-ভিডিও কলে নতুন যে তিন সুবিধা আসছে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা, সিদ্ধান্ত মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা রাজধানী জুড়ে হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ইলেকট্রনিকসামগ্রীতে ট্রাম্পের শুল্কছাড়ের ঘোষণায় ঊর্ধ্বমুখী এশিয়ার বাজার আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে উচ্ছ্বসিত বিদেশিরাও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব

জুনায়েদ-রিফাতের নেতৃত্বে নতুন দল "ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ)"

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৮:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৮:২৩:৪৬ অপরাহ্ন
জুনায়েদ-রিফাতের নেতৃত্বে নতুন দল "ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ)"
জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, যাদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান শক্তি গঠিত হয়েছিল, ঘোষণা করেছেন তাদের নতুন রাজনৈতিক দলের নাম—‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ)’।

এটি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আলী আহসান জুনায়েদ এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি বলেন, "জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।"

তিনি আরো জানান, এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের ছাত্র-জনতাকে একত্রিত করে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে কাজ করা হবে। প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অর্থনৈতিক পুনর্বাসন।

দীর্ঘমেয়াদে তাদের লক্ষ্য হলো, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সামাজিক নিরাপত্তা, এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সমাজ গঠন।

এই প্ল্যাটফর্মটি একাধিক সামাজিক ও রাজনৈতিক সমস্যার মোকাবিলা করতে চায়, বিশেষ করে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি থেকে মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছে।

এছাড়া, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং অর্থনীতির নৈতিক অবক্ষয় দূর করতে তারা অঙ্গীকারবদ্ধ। এবং সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েও তারা তাদের পরিকল্পনা জানায়।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ এই দুই নেতা জানিয়েছিলেন, এপ্রিল মাসে তারা একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করবেন, যা বর্তমানে তাদের ঘোষিত ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ হিসেবে পরিচিত হতে যাচ্ছে।

কমেন্ট বক্স
পিএসএলে ম্যাচ জিতিয়ে ‘হেয়ার ড্রাইয়ার’ উপহার পেলেন ভিন্স

পিএসএলে ম্যাচ জিতিয়ে ‘হেয়ার ড্রাইয়ার’ উপহার পেলেন ভিন্স