গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আমরা চেষ্টা করবো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে। তবে রমজানের মতো অতটা হয়তো সম্ভব হবে না। আর এবার যদি লোডশেডিং হয়, তাহলে সেটা শুধু গ্রামে নয়—প্রথমে ঢাকা শহরেই হবে, এরপর দেশের অন্য কোথাও।শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রেলের পূর্বাঞ্চল কার্যালয় সিআরবিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা আরও বলেন, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখলে ১ থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। কিন্তু অনেকেই তা মানছেন না। এজন্য জনগণকে সচেতন হতে হবে।সভায় তিনি রেলওয়ের স্বাস্থ্যসেবার প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, রেলের বিশেষায়িত হাসপাতালগুলোতে এখন শুধু কর্মকর্তা-কর্মচারী নয়, সর্বসাধারণও চিকিৎসা সেবা পাবেন। রোগীদের সেবা নিশ্চিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত তদারকির বিষয়েও আশ্বাস দেন তিনি।
এছাড়া রেল কর্মীদের দায়িত্ব পালনে কেউ বাধা দিলে কিংবা হামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা।