শুনানির সময় শার্টের বোতাম খোলা থাকায় আদালত অবমাননার অভিযোগে এক আইনজীবীকে ছয় মাসের জেলসহ জরিমানা করেছেন ভারতের একটি আদালত।গত বৃহস্পতিবার আদালতের এক নির্দেশে তাকে এই সাজা দেওয়া হয়।২০২১ সালে অভিযুক্ত আইনজীবী অশোক পাণ্ডে নির্দিষ্ট পোশাক ছাড়াই কোর্টরুমে উপস্থিত হয়েছিলেন। এমনকি, তার পরনে থাকা জামার বেশ কয়েকটি বোতামও খোলা ছিল।নিয়মভঙ্গ করায় তখনই আইনজীবীকে আদালত কক্ষ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন বিচারকরা। কিন্তু পাল্টা তাদের ‘গুন্ডা’ বলে অভিহিত করেছিলেন অভিযুক্ত আইনজীবী। যা ঘিরে চলে বিতর্ক। বাঁধে বিবাদও। পরে তার বিরুদ্ধে স্বপ্রণোদিতভাবে অবমাননার অভিযোগ দায়ের করে আদালত। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।
এই মামলা প্রসঙ্গে আদালতের নির্দেশ, আইনজীবীকে ছয় মাসের জেল-সহ জরিমানা স্বরূপ দুই হাজার টাকা জমা দিতে হবে ও আগামী চার সপ্তাহের মধ্যে তাকে প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। যদি তিনি জরিমানা জমা না দেন, সেক্ষেত্রে তার আরও এক মাসের কারাদণ্ড হবে।