বহুল আলোচিত পরমাণু ইস্যুতে আজ (শনিবার, ১২ এপ্রিল) ওমানে মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। উচ্চপর্যায়ের এ বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকের আগের দিন, শুক্রবার, আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখনও স্পষ্ট—তেহরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে তাদের ‘চরম মূল্য’ দিতে হবে।
ক্যারোলিন লেভিট বলেন, “ইরানের সঙ্গে আমাদের সরাসরি আলোচনা হবে। প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, তার চূড়ান্ত লক্ষ্য—ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া থেকে বিরত রাখা। সেই লক্ষ্য অর্জনে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, “ইরানের সামনে এখন দুটি পথ—যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেওয়া কিংবা চরম মূল্য চোকানো।”
ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠেয় এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে পারমাণবিক চুক্তি নিয়ে। ২০১৫ সালে হওয়া ঐতিহাসিক চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে যাওয়ার পর থেকেই এই ইস্যুতে উত্তেজনা বেড়েছে।