ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা মক্কায় হোয়াটসঅ্যাপের অডিও-ভিডিও কলে নতুন যে তিন সুবিধা আসছে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা, সিদ্ধান্ত মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা রাজধানী জুড়ে হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ইলেকট্রনিকসামগ্রীতে ট্রাম্পের শুল্কছাড়ের ঘোষণায় ঊর্ধ্বমুখী এশিয়ার বাজার আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে উচ্ছ্বসিত বিদেশিরাও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব জুলাই আন্দোলন বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্খা থেকেই এ অভ্যুত্থান: সালাহউদ্দিন আহমেদ যৌথবাহিনীর অভিযানে নিহত কুখ্যাত দস্যু গোয়াস্কা দাঙ্কারামিসহ শতাধিক সহযোগী বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান ইরানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৮ জন পাকিস্তানি শ্রমিক নিহত আমার পরিবারও বরবাদের টিকিট পাচ্ছে না: শাকিব খান প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে চায় চীন শিল্পখাতে বাড়ল গ্যাসের দাম খোলামেলা পোশাকে র‍্যাম্পে ঝড় তুললেন গওহর ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ৭১ ও ২৪-এর গণঅভ্যুত্থানে মেয়েরাই ছিল সর্বাগ্রে : উপদেষ্টা শারমীন

শেখ হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়েছে: উপদেষ্টা ফারুকী

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০১:৪৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০১:৪৫:৪১ অপরাহ্ন
শেখ হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়েছে: উপদেষ্টা ফারুকী
চারুকলায় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পোড়ানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার (১২ এপ্রিল) ভোরে ঘটে যাওয়া এ ঘটনার নিন্দা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

স্ট্যাটাসে ফারুকী লেখেন, “শেখ হাসিনার দোসররা ভোরে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে—সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।”

তিনি আরও বলেন, “এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়।”

ফারুকীর মতে, এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে যারা এই কাজ করেছে, তারা চায় না—বাংলাদেশের মানুষ একসাথে মিলেমিশে উৎসব করুক। তিনি লেখেন, “আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, আরও বেশি সংখ্যায় অংশ নেবো।”

উল্লেখ্য, বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রতিবছরের মতো এবারও চলছে প্রস্তুতি। তবে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চারুকলার আয়োজন এবং তাতে ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পোড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এ ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন, অন্যদিকে সরকারের পক্ষের লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে উৎসব বন্ধের উদ্দেশ্যে ইন্ধন দেওয়ার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা মক্কায়

২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা মক্কায়