সরাসরি না পরোক্ষ আলোচনা, এ বিতর্কের মাঝেই আজ (শনিবার, ১২ এপ্রিল) আলোচনার টেবিলে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ প্রতিনিধিদল। উল্টোদিকে বৈঠকটিকে সরাসরি আলোচনা হিসেবে উল্লেখ করে হোয়াইট হাউস জানিয়েছে, পরমাণু অস্ত্র তৈরি করলে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে ইরানকে। এদিকে বৈঠকের একদিন আগে তেহরানের রাস্তায় ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ।উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।
অন্যদিকে ইরানকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকটি মধ্যস্থতা করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তেহরানের দাবি, বৈঠকটিকে মার্কিনদের সদিচ্ছার পরীক্ষা হিসেবে দেখছে পেজেশকিয়ান প্রশাসন।তবে যুক্তরাষ্ট্রকে এখনো বিশ্বাস করতে নারাজ খামেনির মিত্ররা। তাই পরোক্ষ বৈঠকের সিদ্ধান্তে অটল তেহরান।এসময় ইসরাইলের পাশাপাশি দেখা যায় যুক্তরাষ্ট্র বিরোধী প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন।