বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে শুরু করতে হয়েছে বাংলাদেশকে। দলের দুই ক্রিকেটার, পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদ, ভিসা জটিলতার কারণে প্রথম ওয়ানডেতে অংশ নিতে পারেননি। অবশেষে, ভিসা সমস্যার সমাধান হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল দশটায় তারা আরব আমিরাতের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন।
বিমানবন্দরে নাসুম আল হাসানের প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, “সাকিব ভাইকে তো সবসময় মিস করা হয়, তার অভাব তো কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।” দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে পেরে নাসুম উচ্ছ্বসিত এবং আগের মতোই সবার দোয়া নিয়ে ভালো পারফর্ম করার আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রথম ম্যাচে উপস্থিত না থাকলেও বাকি ম্যাচগুলিতে নাসুম ও নাহিদ দলের বোলিং আক্রমণকে শক্তিশালী করতে অবদান রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।