ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

গবেষণায় আন্তর্জাতিক সম্মাননায় পেলেন জবি শিক্ষক

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৫:২৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৫:২৩:২৪ অপরাহ্ন
গবেষণায় আন্তর্জাতিক সম্মাননায় পেলেন জবি শিক্ষক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর গর্বিত অর্জনে যুক্ত হল আরেকটি উজ্জ্বল অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতাউল গনি সম্প্রতি স্পেনের বার্সেলোনায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে ‘আরলি ক্যারিয়ার রিসার্চার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

২৬–২৮ মার্চ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সড রিমোট সেন্সিং -এ বিশ্বের খ্যাতনামা গবেষক ও বিজ্ঞানীদের মাঝে ড. গনি তার গবেষণা প্রবন্ধ ‘ইস্টিম্যাশন অব সেডিমেন্ট নিট্রোজেন ফিক্সেশন ইউজিং রিমোট সেন্সিং ডেটা’ উপস্থাপন করেন। গবেষণার গুণগত মান, অভিনব পদ্ধতি ও ভবিষ্যৎ সম্ভাবনার গুরুত্ব বিবেচনায় তাকে এ সম্মাননায় ভূষিত করে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এমডিপিআই।

উল্লেখ্য, এই ক্যাটাগরিতে মাত্র দুইজনকে পুরস্কৃত করা হয় এবং ড. আতাউল গনি প্রথম পুরস্কারের গৌরব অর্জন করেন।

তার গবেষণাকর্মে রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে পানির তলদেশের (সেডিমেন্ট) নাইট্রোজেন স্থায়ীকরণের (ফিক্সেশন) পরিমাণ নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। যা জলাভূমি সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. গনি বলেন, “নিজ গবেষণাকর্ম আন্তর্জাতিক বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের স্বীকৃতি পাওয়া এক অসাধারণ অনুভূতি। এ অর্জন আমাকে আরও উদ্ভাবনী গবেষণায় কাজ করতে অনুপ্রাণিত করবে।”

ড. আতাউল গনির এই আন্তর্জাতিক অর্জনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এটি আমাদের গবেষণার মান ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা তার এই অর্জনে অত্যন্ত গর্বিত।”

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহমেদ বলেন, “ড. গনির কাজ আমাদের বিভাগের জন্য অনুপ্রেরণার উৎস। এটি আমাদের গবেষণার ধারাকে আরও বেগবান করবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা মনে করছেন, ড. আতাউল গনির এই অসামান্য অর্জন দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

কমেন্ট বক্স