ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

গবেষণায় আন্তর্জাতিক সম্মাননায় পেলেন জবি শিক্ষক

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৫:২৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৫:২৩:২৪ অপরাহ্ন
গবেষণায় আন্তর্জাতিক সম্মাননায় পেলেন জবি শিক্ষক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর গর্বিত অর্জনে যুক্ত হল আরেকটি উজ্জ্বল অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতাউল গনি সম্প্রতি স্পেনের বার্সেলোনায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে ‘আরলি ক্যারিয়ার রিসার্চার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

২৬–২৮ মার্চ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সড রিমোট সেন্সিং -এ বিশ্বের খ্যাতনামা গবেষক ও বিজ্ঞানীদের মাঝে ড. গনি তার গবেষণা প্রবন্ধ ‘ইস্টিম্যাশন অব সেডিমেন্ট নিট্রোজেন ফিক্সেশন ইউজিং রিমোট সেন্সিং ডেটা’ উপস্থাপন করেন। গবেষণার গুণগত মান, অভিনব পদ্ধতি ও ভবিষ্যৎ সম্ভাবনার গুরুত্ব বিবেচনায় তাকে এ সম্মাননায় ভূষিত করে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এমডিপিআই।

উল্লেখ্য, এই ক্যাটাগরিতে মাত্র দুইজনকে পুরস্কৃত করা হয় এবং ড. আতাউল গনি প্রথম পুরস্কারের গৌরব অর্জন করেন।

তার গবেষণাকর্মে রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে পানির তলদেশের (সেডিমেন্ট) নাইট্রোজেন স্থায়ীকরণের (ফিক্সেশন) পরিমাণ নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। যা জলাভূমি সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. গনি বলেন, “নিজ গবেষণাকর্ম আন্তর্জাতিক বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের স্বীকৃতি পাওয়া এক অসাধারণ অনুভূতি। এ অর্জন আমাকে আরও উদ্ভাবনী গবেষণায় কাজ করতে অনুপ্রাণিত করবে।”

ড. আতাউল গনির এই আন্তর্জাতিক অর্জনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এটি আমাদের গবেষণার মান ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা তার এই অর্জনে অত্যন্ত গর্বিত।”

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহমেদ বলেন, “ড. গনির কাজ আমাদের বিভাগের জন্য অনুপ্রেরণার উৎস। এটি আমাদের গবেষণার ধারাকে আরও বেগবান করবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা মনে করছেন, ড. আতাউল গনির এই অসামান্য অর্জন দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী