ভারতের হিন্দুত্ববাদ এখন দক্ষিণ এশিয়ায় একপ্রকার জায়নবাদী দমন-নীতির প্রতিবিম্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমান।
শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে 'মার্চ ফর গাজা' কর্মসূচির মঞ্চে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “ভারতে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন-নির্যাতন চালানো হচ্ছে। সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইন সংশোধনের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ও ঐতিহাসিক স্বত্বাধিকার হরণ করা হয়েছে—যা গোটা উম্মাহর জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।”
তিনি বলেন, “আমরা, যারা বাংলাদেশে জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি—সমবেত হয়েছি গাজার শহীদদের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে আমাদের জবাব, আমাদের অঙ্গীকার, আমাদের শপথ।”
গাজার চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে মাহমুদুর রহমান আরও বলেন, “গাযায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়—বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল।”
তিনি দাবি করেন, পশ্চিমা বিশ্বের নীরবতা ও দ্বিমুখী নীতি গাজায় চলমান সহিংসতার জন্য অন্যতম দায়ী।
Mytv Online