ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদল লাখো মানুষ সালাহউদ্দিনের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি পেটের ক্ষিধে ঠিকমতো মিটলে রাজনীতি সুন্দর হবে : সারজিস কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৯ কোটি ১৭ লাখ টাকা ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে: মৎস্য উপদেষ্টা ভারতের হিন্দুত্ববাদ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিবিম্বে পরিণত হয়েছে: মাহমুদুর রহমান রাষ্ট্র সংস্কারে সবাই একমত: আলী রীয়াজ মোনাজাতের মাধ্যমে শেষ হলো 'মার্চ ফর গাজা' কর্মসূচি রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ধূলিঝড়ে বিপর্যস্ত ভারত, শতাধিক প্রাণহানি গবেষণায় আন্তর্জাতিক সম্মাননায় পেলেন জবি শিক্ষক বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান তথ্য উপদেষ্টার সাথে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ আচমকা সস্ত্রীক ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান মার্চ ফর গাজা কর্মসূচিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস, আহত ১১ সালমানের মৃত্যুর পর তার বন্ধুকেই বিয়ে করার কারণ জানালেন সামিরা বাংলাদেশি নারীর জন্য পাকিস্তানে বিমানের জরুরি অবতরণ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে স্লোভাকিয়াকে আহ্বান

৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৭:০২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৭:০২:০২ অপরাহ্ন
৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর পাঠানো ৬০ লাখ টাকা, স্বর্ণালংকার ও সন্তান নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় স্ত্রী ও সন্তানকে পাওয়ার আশায় দেশে ফিরেছেন স্বামী টুটুল মিয়া। তবে এ ঘটনায় মামলার ২৯ দিনেও স্ত্রী-সন্তানকে খুঁজে পাননি তিনি।



টুটুল মিয়া জানান, প্রায় ১০ বছর পূর্বে মির্জাপুর উপজেলার মহদীনগর গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে সালমা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর বিদেশ থেকে এ পর্যন্ত তার স্ত্রীর নামে ব্যাংকে ও মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা পাঠান।

এ ছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছেন। তিনি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তার স্ত্রী সালমা আক্তার নরদানা গ্রামের জয়নাল মিয়ার ছেলে আব্দুল কাদের মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

তিনি আরও জানান, তার পাঠানো টাকা দিয়ে প্রেমিক কাদের মিয়ার বাড়িতে পাকাঘরসহ তাকে বরাঢী বাজারে ব‍্যবসা প্রতিষ্ঠান গড়ে দেন। কৌশলে তার জমানো সব টাকা নেওয়া শেষ হলে তার ৫ বছরের পুত্র সন্তান সালমানকে নিয়ে গত ১৮ মার্চ সালমা আক্তার প্রেমিক আব্দুল কাদেরকে নিয়ে পালিয়ে যায়।

স্ত্রী ও পুত্রকে হারিয়ে এবং তার হারানো টাকা-স্বর্ণালংকারেরর শোকে তিনি এখন পথের ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরছেন। স্ত্রী ও সন্তানকে উদ্ধার এবং প্রেমিক অব্দুল কাদেরকে গ্রেপ্তারসহ পুলিশের কাছে তিনি ন্যায় বিচার দাবি করে থানায় একটি মামলা করেন।

মামালার বাদী তাসলিমা আক্তার বলেন, আমার ভাই বিদেশ থাকায় আমি বাদী হয়ে মামলাটি করেছি। আমার ভাইয়ের প্রায় ৬০ লাখ টাকা এবং ৫ বছরের শিশু সন্তানকে নিয়ে তার স্ত্রী সালমা আক্তার প্রেমিক আব্দুল কাদেরের সঙ্গে পালিয়ে গেছে।

এ দিকে পালিয়ে যাওয়া প্রেমিক আব্দুল কাদের ও প্রেমিকা এক সন্তানের জননী সালমা আক্তারের মোবাইল বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

কমেন্ট বক্স
ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদল লাখো মানুষ

ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদল লাখো মানুষ