দীর্ঘ কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
কারাগার থেকে বের হওয়ার পরপরই জাকির খানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তার আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে তাকে জেল গেটে পেয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে উল্লাসে ফেটে পড়েন। এ সময় জাকির খান বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আবেগঘন মুহূর্ত তৈরি করেন। পরে তিনি গাড়িতে শহরজুড়ে শোডাউন করেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, একটি মামলায় পাঁচ বছরের সাজা ভোগ শেষে জাকির খানকে মুক্তি দেওয়া হয়েছে।
জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩২টি মামলায় তিনি খালাস পেয়েছেন এবং বাকি ১টি মামলায় জামিনে রয়েছেন।
জাকির খানের মুক্তিকে কেন্দ্র করে তার সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। নেতাকর্মীরা আশা করছেন, তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন।