ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৬:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৬:০৯:৫৫ অপরাহ্ন
প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর
দু’সপ্তাহ আগেও ইংলিশ চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে ছিল শেফিল্ড ইউনাইটেড। সরাসরি প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে নিজেদের অবস্থান মজবুত করছিল ক্রিস ওয়াইল্ডের শিষ্যরা। তবে টানা তিন ম্যাচে হেরে সেই স্বপ্নে এখন ধুলো পড়ছে। বাংলাদেশের বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর জন্যও এটি হতাশাজনক সময়।

সবশেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে প্লিমাউথ আর্গাইলের কাছে ২-১ গোলে হেরেছে শেফিল্ড। অথচ ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল তারা—জেসেরুন রাক-সাকির গোলে ১-০ লিড নেয় দলটি। কিন্তু শেষ দিকে মোহাম্মদ তিজানি ও রায়ান হার্ডির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্লিমাউথ।

এই হারের ফলে শেফিল্ডের টানা তিন হারের তালিকায় যুক্ত হলো নতুন নাম। এর আগে অক্সফোর্ড ইউনাইটেড ও মিলওয়ালের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। এমন পরিস্থিতিতে প্রিমিয়ার লিগে সরাসরি ফেরার রাস্তাটি আরও কঠিন হয়ে উঠেছে।

বর্তমানে লিডস ইউনাইটেড ও বার্নলি শীর্ষ দুইয়ে অবস্থান করছে ৮৮ পয়েন্ট নিয়ে। সমান সংখ্যক ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৩। ফলে শেষ পাঁচ ম্যাচে সেরা দুইয়ের মধ্যে থাকতে না পারলে, প্লে-অফে লড়তে হবে তাদের।

এই পরিস্থিতিতে হামজা চৌধুরীর ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে। লোন শেষে লেস্টার সিটিতে ফিরলেও, সেই ক্লাবও প্রিমিয়ার লিগ থেকে অবনমনের মুখে। ৩২ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৯তম স্থানে রয়েছে তারা। নাটকীয় কোনো পরিবর্তন না এলে, লেস্টারও নেমে যাবে চ্যাম্পিয়নশিপে। সেক্ষেত্রে হামজার প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে।

তবে এখনো আশার আলো একটাই—শেফিল্ড যদি প্লে-অফ পেরিয়ে প্রিমিয়ার লিগে ওঠে এবং হামজাকে দলে রেখে দেয়, তবেই আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দেখা যাবে হামজা চৌধুরীকে।

কমেন্ট বক্স