ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। কিন্তু হঠাৎ কেউ ভিডিও কল করলে প্রস্তুতি না থাকায় চেহারা নিয়ে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে ফোনের ক্যামেরা বন্ধ রেখে ভিডিও কলে কথা বলার পাশাপাশি ইমোজি প্রতিক্রিয়া জানানোর সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া অডিও কল গ্রহণের আগে মাইক্রোফোন মিউট করার সুবিধাও চালু করছে মেসেজিং অ্যাপটি। নতুন এই তিন সুবিধা যুক্ত হলে বর্তমানের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে অডিও-ভিডিও কল করা যাবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.১০.১৬ বেটা সংস্করণে ‘মাইক্রোফোন মিউট’, ‘ক্যামেরা অফ’ এবং ‘ইমোজি রিঅ্যাকশন’–সুবিধা শনাক্ত করা হয়েছে। সুবিধাগুলো চালু হলে অডিও কল গ্রহণের আগে মাইক্রোফোন মিউট করে রাখার পাশাপাশি ভিডিও কলের সময় চাইলেই ফোনের সামনের ক্যামেরা বন্ধ রেখে কথা বলা যাবে। এর ফলে প্রস্তুতি না থাকলেও স্বাচ্ছন্দ্যে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ মিলবে।
ডব্লিউএবেটা ইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাওয়া ইমোজি রিঅ্যাকশন–সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কল চালু থাকা অবস্থায় ব্যবহারকারী ব্যক্তিরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবেন। এর ফলে গ্রুপ কলে বিভিন্ন ইমোজি ব্যবহার করে সহজেই নির্দিষ্ট বিষয়ে নিজের মতামত বা অনুভূতি প্রকাশ করা যাবে। এসব সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপাতত শুধু গুগল প্লে বেটা প্রোগ্রামে যুক্ত নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী সুবিধাগুলো পরখ করতে পারছেন। শিগগিরই এসব সুবিধা সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে।
সূত্র: ম্যাশেবল