পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের জয়ে প্রধান ভূমিকা রাখলেন ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্স। মাত্র ৪৩ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলে স্ট্রাইক রেট ২০০ ছাড়িয়ে যান তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সই মোহাম্মদ রিজওয়ানের ৬৩ বলে ১০৫ রানের লড়াকু ইনিংসকে ছাড়িয়ে যায়।
শেষ পর্যন্ত করাচি কিংস ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়, আর প্রত্যাশিতভাবেই ম্যাচসেরা হন জেমস ভিন্স। তবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারের বাইরেও করাচি কিংস ম্যানেজমেন্ট তাকে দেয় এক চমকপ্রদ উপহার—একটি চুল শুকানোর মেশিন!
ড্রেসিংরুমে সতীর্থদের সামনে এই ব্যতিক্রমী পুরস্কার ভিন্সের হাতে তুলে দেওয়া হয়। করাচি কিংস তাদের সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যায়—ভিন্স হাসিমুখে উপহারটি গ্রহণ করছেন এবং পুরো দল সেটি উপভোগ করছে দারুণ আনন্দের সঙ্গে।
এই মজার পুরস্কার সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে, অনেকেই প্রশংসা করছেন করাচির মজাদার টিম স্পিরিটের।