ইউরোপজুড়ে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের মুসলিমবিদ্বেষ প্রতিরোধ বিষয়ক সমন্বয়ক ম্যারিয়ন লালিসে। তুরস্কে আয়োজিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ম্যারিয়ন বলেন, “২০২৩ সালের অক্টোবর, বিশেষ করে ৭ তারিখের পর থেকে ইউরোপজুড়ে মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের হার ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে জার্মানিতে এ হার ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।”
তিনি জানান, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউরোপে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য, ঘৃণা এবং আক্রমণের মাত্রা বাড়তে থাকে। শুধু ধর্ম কিংবা রাজনীতি নিয়ে মতভেদ থাকলেই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
ম্যারিয়ন লালিসে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে ইউরোপে মুসলিমবিরোধী বয়ান ক্রমেই জোরালো হচ্ছে। এটি এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই— বাস্তবেও এর প্রভাব পড়ছে।”
তবে আশার কথা হলো, ইউরোপের সংখ্যাগরিষ্ঠ জনগণ এখনো মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করেন না বলে মনে করেন এই কর্মকর্তা। তার ভাষায়, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইউরোপ এখনও তার মূল্যবোধের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব।”
ম্যারিয়নের মতে, এই ঘৃণা প্রতিরোধে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। তিনি বলেন, “সংবাদমাধ্যমকে আরও বৈচিত্র্যপূর্ণ হতে হবে এবং ঘৃণা উসকে দেয়— এমন কোনো লেখা বা প্রতিবেদন প্রকাশে সতর্কতা অবলম্বন করতে হবে।”
উল্লেখ্য, ইউরোপজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণামূলক অপরাধ বেড়ে যাওয়ায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থাও।