ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা বিএনপির কোনো কমিটি নেই বলে জানিয়েছেন ইউনিটটির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সোমবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানান।
ঘটনার প্রেক্ষাপটে জানা গেছে, চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মতিঝিল থানা বিএনপির সভাপতি পরিচয়ে দোকান থেকে ডেকে নেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লম্বা চুলওয়ালা এক যুবক নিজেকে মতিঝিল থানা বিএনপির সভাপতি ও ওয়ার্ড কমিশনার হিসেবে দাবি করে এক দোকানিকে অফিসে যেতে বলেন। দোকানির জিজ্ঞাসার জবাবে ওই যুবক বলেন, “আমি কেন তোমারে নিজে ডাকতে আসি, বুঝো না তুমি। আমার অফিসে যাবা, এতে এত কথা কিসের?” পরে দোকানিকে তার সঙ্গে চলে যেতে দেখা যায়।
এ বিষয়ে তানভীর আহমেদ রবিন ও রফিকুল আলম মজনু জানান, ভিডিওতে দেখা যুবকের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। দলীয় সুনাম ক্ষুণ্ণ করতেই কেউ কেউ বিএনপির নাম ব্যবহার করে দুর্বৃত্তায়নের পথ বেছে নিচ্ছে। তারা বলেন, মতিঝিল থানা বিএনপির কমিটি বর্তমানে নেই, এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক কাজ চলছে।
তারা আরও জানান, ভিডিওতে দেখা যুবকের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
এ ঘটনায় মতিঝিল এলাকার সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করছেন।
সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ভিডিওর সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।