পর্যটননির্ভর দেশ মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সমর্থনের’ অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মালদ্বীপের সংসদে আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তাতে সই করেন। তার দপ্তরের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, আইনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এ নিয়ে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে আমাদের সরকারের দৃঢ় অবস্থানকে তুলে ধরে।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি মালদ্বীপের দৃঢ় সমর্থন রয়েছে এবং থাকবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।
এর আগে ২০২৩ সালের জুনে মালদ্বীপের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল। সব আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার আইনটি সংসদে উত্থাপন করা হয় এবং পাসের পর সঙ্গে সঙ্গেই অনুমোদন দেন প্রেসিডেন্ট।
এদিকে, ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে সম্প্রতি বাংলাদেশে বড় পরিসরের বিক্ষোভ হয়েছে। গত ১২ এপ্রিল ঢাকায় আয়োজিত বিক্ষোভ মিছিলে লাখ লাখ মানুষ অংশ নেন। সেখানে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।