ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশ্মীরে ৩ সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ সিলেটে টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে বিসিবি কর্মকর্তার মৃত্যু আরাকান আর্মির ভিডিও সব সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে অংশীজনের মতামত নেবে ইসি খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন, তাদের ঘুমানোর সময় শেষ- ডিএনসিসি প্রশাসক ৩ দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’ পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানো শুরু, ভ্যাটিকানে হাজারো মানুষের ঢল টাইগার শ্রফকে হুমকিদাতা গ্রেফতার ডিসেম্বর পর্যন্ত দেরি কেন, তার আগেই নির্বাচন সম্ভব: ববি হাজ্জাজ মন্ত্রিসভার শীর্ষ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে মোদি, কী পরিকল্পনা? ১৬ ঘণ্টার ব্যবধানে কমলো সোনার দাম বিসিবির চাকরি ছাড়তে চাওয়া নিয়ে সৈকতের সঙ্গে বৈঠক, যা জানা গেল শিক্ষাঙ্গনের অস্থিরতা দূর করতে সরকার কাজ করছে : শিক্ষা উপদেষ্টা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন টাকা পাচারকারীরা শয়তানের মতো, তাদের ধরা মুশকিল: দুদক কমিশনার কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দে পুলিশের সাঁড়াশি অভিযান ফের রিমান্ডে মেয়র আতিক, শাজাহান খান, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত কাশ্মিরে পর্যটক হত্যাকাণ্ড, ক্ষোভে ফুঁসছে বলিউড

দুইশ’ বছরের ঐতিহ্য নাটোরের চড়ক মেলা

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৫৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৫৯:৫১ অপরাহ্ন
দুইশ’ বছরের ঐতিহ্য নাটোরের চড়ক মেলা
মঙ্গল কামনা ও রোগব্যাধী থেকে মুক্তি পেতে প্রায় দুইশ' বছর ধরে নাটোরের শংকরভাগ গ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে চড়ক মেলা। দিনব্যাপী এ মেলায় বিভিন্ন ধর্মের মানুষের সমাগমে এক মিলনমেলায় পরিণত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে শুরু এ মেলা চলছে মধ্যরাত পর্যন্ত।]ঐতিহাসিক এই মেলাকে কেন্দ্র করে আশপাশের কয়েক গ্রামজুড়ে চলছে উৎসবের আমেজ। বাড়িতে বাড়িতে চলে মাংস, বিরিয়ানী, পিঠা, পায়েস, সেমাইসহ নানা পদের খাবারের আয়োজন।



মানুষের পিঠের সঙ্গে কালা বা বর্শি বিধিয়ে ঘোরানোই এ মেলার ঐতিহ্য। হিন্দু সম্প্রদায়ের লোকজন বাসনা পূর্ণ করতে নানা রকম ফল, হাঁস-মুরগি ও ছাগল মানত করে পূজা অর্চনা করে। এদিন সকাল থেকে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। দুর-দুরান্ত থেকে আসতে থাকে দর্শনার্থীরা। বিভিন্ন ধর্মের মানুষের পদচারণায় মেলা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।



পাবনা থেকে মেলায় ঘুরতে আসা রুপক কুমার বলেন, প্রতিবছর এই চড়ক মেলায় পরিবার নিয়ে ঘুরতে আসি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ মেলায় অনেক মানুষ আসে। বৈশাখের ১ তারিখে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার মূল বৈশিষ্ট্য হচ্ছে, মানুষের পিঠের সঙ্গে কালা বা বর্শি বিধিয়ে ঘোরানো। এ কারণে কৌতুহলে অনেক মানুষ আসেন দেখতে।

স্থানীয় বাসিন্দা কমর দাস বলেন, হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। অনেকে মানত করে নানা কিছু নিয়ে আসেন। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই চড়ক পূজায় মেলা বসে। অনেক দূরের মানুষ এ মেলায় ঘুরতে আসেন।

রতন প্রমানিক নামে আরেকজন বলেন, এলাকার প্রায় দেড়শ' আদিবাসী বাড়ি ছাড়াও আশপাশের সনাতন ধর্মাবলম্বীরা চৈত্র মাসের শেষ দিনে এ চড়ক মেলার আয়োজন করে। মেলাকে কেন্দ্র করে নানা খাবারের দোকানের পসরা বসে। আত্মীয়-স্বজনরা বাড়িতে বাড়িতে বেড়াতে আসেন। এতে আনন্দময় এক পরিবেশ সৃষ্টি হয়।পাবনা থেকে মানত করে আসা বিথী রানী বলেন, আমার ৩ বছরের সন্তান অসুস্থ্য। অনেক চিকিৎসা করিয়েও কোনো সুফল পাইনি। তাই এ চড়ক মেলায় সন্তানের জন্য মানত করতে এসেছে। এখানে অনেকে এসে রোগমুক্ত হয়েছেন। 



সিরাজগঞ্জ থেকে আসা স্বপ্না রানী বলেন, আমার ১০ বছর থেকে কোনো সন্তান হয় না। এখানে এসে মানত করেছি। আমার এক বোনের এখানে মানত করে সন্তান হয়েছে। তাই এখানে মানতের উদ্দেশ্যে এসেছি। পুরো মেলা ঘুরে ঘুরে দেখলাম।শংকরভাগ চড়ক পূঁজা উদযাপন কমিটির সভাপতি হারান চন্দ্র গোস্বামী বলেন, গত প্রায় দুইশ' বছর থেকে আমাদের বাপ-দাদারা এ মেলার আয়োজন করে আসছে। তার ধারাবাহিকতায় এ বছরেও হচ্ছে। অনেক জেলা থেকে বিভিন্ন ধর্মের মানুষ আসে। অনেকে মানত করেন, তাদের মানত পূর্ণ হয়। ২১ সদস্য বিশিষ্ট মেলা পরিচালনা কমিটি রয়েছে। এছাড়াও যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহার সাথী ‘আমাদের সময়’কে বলেন, চড়ক ঘোরানো গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী আয়োজন। আগের মতো আর তেমন অনুষ্ঠিত হয় না। প্রায় বিলুপ্তের পথে এ চড়ক। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আয়োজনে মেলাটি হয়ে থাকে। চড়ককে কেন্দ্র করে আশপাশের এলাকায় উৎসবে পরিণত হয়। অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন। সেই সাথে আগামী বছর থেকে মেলার নিরাপত্তার জন্য পুলিশের ক্যাম্প বসানো হবে। সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কাশ্মীরে ৩ সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ

কাশ্মীরে ৩ সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ