চীনা পণ্যের ওপর শুল্ক আরও বাড়াল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায়, বেইজিংয়ের প্রতিশোধমূলক পদক্ষেপের পর এবার চীনকে দিতে হবে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক। এর আগে এই হার ছিল ১৪৫ শতাংশ।
চলতি মাসের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন। পাল্টা জবাব দেয় চীন। তখনই ট্রাম্প হুঁশিয়ারি দেন আরও ৫০ শতাংশ বাড়ানোর। ঘোষণামতো বাড়ানোও হয়। এতে শুল্ক দাঁড়ায় ৮৪ শতাংশে।
এর পরপরই যুক্ত করা হয় পূর্ববর্তী ২০ শতাংশ শুল্ক। মোট শুল্ক গিয়ে ঠেকে ১০৪ শতাংশে। কিন্তু এখানেও থেমে থাকেননি ট্রাম্প। এক ধাক্কায় সেটিকে ১২৫ শতাংশে উন্নীত করা হয়।
এরও পর গত ১০ এপ্রিল শুল্ক আরও বাড়িয়ে করা হয় ১৪৫ শতাংশ।
দিন পেরুতেই ১১ এপ্রিল, চীন জানিয়ে দেয়—তারা আর ৮৪ নয়, ১২৫ শতাংশ আমদানি শুল্ক বসাবে মার্কিন পণ্যের ওপর।
এই পাল্টাপাল্টি ঘোষণার মধ্যে এবার ট্রাম্প প্রশাসন নিল সবচেয়ে কঠোর সিদ্ধান্ত—২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, ‘চীনের প্রতিশোধমূলক আচরণের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের "আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসি"-এর অংশ।’
বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ শুধু দুই দেশের সম্পর্কই নয়, প্রভাব ফেলবে বৈশ্বিক অর্থনীতিতেও।