গাজার বুকে ফের রক্তগঙ্গা বইয়ে দিল ইসরায়েল। এবার এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ জনকে প্রাণ দিতে হলো ইসরায়েলি বিমান হামলায়। বুধবার (১৬ এপ্রিল) ভোরে গাজা সিটিতে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে খবরটির সত্যতা নিশ্চিত করেছে।
এই ঘটনায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ জনে। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী আইডিএফের আগ্রাসনে নিহত হয়েছেন ৩৫ জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এক মাস নয়, দুই নয়—দেড় বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে মৃত্যু হয়েছে ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনির।
ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়া উপত্যকায় এখন মানুষের শেষ আশ্রয় সেই ত্রিপল ঘেরা শরণার্থী তাঁবু। কিন্তু সেখানেও নিস্তার নেই। ইহুদি বাহিনীর লক্ষ্য এখন এই অস্থায়ী তাঁবুগুলোই।
সবশেষ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতেই আবারও হামলা চালানো হয় গাজার খান ইউনিস, দেইর আল বালাহ, ও জাবালিয়াসহ একাধিক এলাকায়। এতে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১৮ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে শুরু হওয়া এই সংঘাত বর্তমানে ইতিহাসের অন্যতম দীর্ঘতম এবং রক্তক্ষয়ী ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষে রূপ নিয়েছে।