হামাসের হাতে জিম্মি হয়ে পড়া তিন রুশ নাগরিক মুক্ত হওয়ায় ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি কৃতজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার ক্রেমলিনে মুক্তিপ্রাপ্ত তিন রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন তিনি। খবর দিয়েছে তুরস্কের আনাদোলু এজেন্সি।
তিন মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ছিলেন আলেক্সান্দার ত্রুফানোভ, তার মা এলেনা ত্রুফানোভ এবং বাগদত্তা সাপির কোহেন।
তাদের মধ্যে এলেনা ও সাপির ২০২৩ সালের নভেম্বরে যুদ্ধবিরতির সময় মুক্তি পান, আর আলেক্সান্দার চলতি বছরের ফেব্রুয়ারিতে ছাড়া পান।
পুতিন বলেন, “এই মুহূর্তে রাজনৈতিক কোনো ব্যাখ্যায় যেতে চাই না। যা ঘটেছে তা খুবই দুঃখজনক। তবে আপনারা আজ যে মুক্ত, তার পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, প্রতিনিধি ও সংগঠনের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক।”
এসময় তিনি ফিলিস্তিন ও রাশিয়ার মধ্যকার সুদীর্ঘ বন্ধুত্বের কথাও তুলে ধরেন।
তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে পুতিন কোনো মন্তব্য করেননি।
রাশিয়া ও হামাসের এই কূটনৈতিক তৎপরতা আরও একবার প্রমাণ করলো—জটিল যুদ্ধ পরিস্থিতিতেও পুরনো সম্পর্ক কতটা কার্যকর হতে পারে।