বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো মজবুত করতে ও সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)— এমনটাই জানালেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইইউ উইংয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।
মাইকেল মিলার বলেন, “বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আজ যে আলোচনা হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক ছিল।”
তিনি আরও জানান, বাংলাদেশের প্রধান উপদেষ্টার ইউরোপ সফরকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। এই সফরটি বাস্তবায়ন হলে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইইউ বরাবরই বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনী সংস্কারের বিষয়ে আগ্রহ দেখিয়ে আসছে। নতুন করে রাষ্ট্রদূতের এমন মন্তব্য সেই আগ্রহেরই ইঙ্গিত বহন করছে।