নেইমার জুনিয়র আর ইনজুরি— এই দুই শব্দ যেন রেললাইনের মতো সমান্তরাল। একে অপরকে ছাড়ে না। আরেকবার সেই চেনা দৃশ্যের পুনরাবৃত্তি ঘটলো। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান ‘প্রিন্স’।
সান্তোস বনাম অ্যাথলেটিকো মিনেইরো— গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ছিল নেইমারের ক্যারিয়ারের শততম ক্লাব ম্যাচ। যদিও ম্যাচটা ২-০ গোলে জিতেছে সান্তোস, কিন্তু পুরো মাঠের আলোচনার কেন্দ্রে ছিলেন নেইমার—কারণ আবারও ইনজুরি। ম্যাচের ৩৪ মিনিটে বাম পায়ের ঊরুর মাংসপেশিতে টান লেগে কার্টে করে মাঠ ছাড়েন তিনি। মাঠ থেকে বেঞ্চ পর্যন্ত চোখের জলেই ছিল তার সঙ্গী।
মাত্র পাঁচ দিন আগেই দেড় মাসের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু ফিরে এক ম্যাচ বাদেই আবার ছিটকে গেলেন বাইরে। নতুন করে কবে ফিরবেন, তা এখনও নিশ্চিত করে কিছু বলেনি ক্লাব।
৩৩ বছর বয়সী তারকা ফুটবলারের চোখে জল দেখে সতীর্থরাও আবেগ সামলাতে পারেননি। কিন্তু কেউই থামাতে পারেননি সেই কান্না। সান্তোস ক্লাব অবশ্য পাশে দাঁড়িয়েছে তার। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে— “প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।”
নেইমারের ইনজুরির ইতিহাস নতুন কিছু নয়। ক্লাব ক্যারিয়ারে কতশত ম্যাচ যে মিস করেছেন তার হিসাব নেই। শেষবার একটি পূর্ণ মৌসুম খেলেছেন ২০১৬-১৭ সালে, যখন অন্তত ৩৫ ম্যাচ মাঠে ছিলেন। এরপর শুধুই থেমে থেমে মাঠে ফেরা, আবার চোটে ছিটকে যাওয়া।
নেইমার নিজেও হয়তো ক্লান্ত। শুধু মাঠ নয়, ভাগ্যও যেন তার সঙ্গে প্রতিনিয়ত খেলছে নিষ্ঠুর খেলা।