যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে মাছ ধরার একটি প্রতিযোগিতা চলাকালে দুটি নৌকার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত হয়েছেন আরও অনেকে। খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএন।
বুধবার সকালে লুইস স্মিথ লেকে চলছিল মেজর লিগ ফিশিং ইভেন্টের ট্যাকল ওয়্যারহাউস ইনভাইটেশনাল প্রতিযোগিতা। এই আয়োজনে একটি ব্যাস মাছ ধরার নৌকা এবং একটি সেন্টার-কনসোল নৌকা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের ফলে একটি নৌকার দুই যাত্রী পানিতে পড়ে যান। পানি থেকে উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়। আরেকজন দুর্ঘটনাস্থলেই গুরুতর আঘাতে মারা যান।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিযোগিতা আয়োজক মেজর লিগ ফিশিং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং বাতিল করেছে শেষ দিনের আয়োজন।
এটি ছিল দেশটির অন্যতম বৃহৎ মাছ ধরার প্রতিযোগিতা, যেখানে অংশ নিয়েছিলেন পেশাদার ও শৌখিন বহু প্রতিযোগী।
Mytv Online