নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল তাওরিদ লাগবাজা ৫৬ বছর বয়সে অসুস্থতার কারণে মারা গেছেন। তবে তার অসুস্থতার সঠিক কারণ জানা যায়নি। গত মঙ্গলবার রাতে দেশটির বৃহত্তম শহর লাগোসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রেসিডেন্ট বোলা টিনুবু তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাপ্রধানের মৃত্যু দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় ক্ষতি। কারণ তিনি নাইজেরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
জেনারেল লাগবাজাকে ২০২৩ সালের জুন মাসে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়, প্রেসিডেন্ট টিনুবুর দায়িত্ব গ্রহণের পরপরই। তার এই আকস্মিক মৃত্যু নাইজেরিয়ার সামরিক বাহিনীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।