বর্তমান সংবিধানের অধীনে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার। তবে, এই সরকারের প্রতি তার সমর্থন থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ফরহাদ মজহার।
তিনি বলেন, সর্বশেষ যে গণঅভ্যুত্থান ঘটেছে, তাকে বিপ্লব বলা ঠিক নয়। কারণ, বিপ্লব হলে পুরোনো কোনো নিয়ম-নীতির ধারাবাহিকতা বজায় থাকে না।
নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংস্কৃতিক জাগরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে, তৌহিদি জনতা বা চেতনার নামে আল্লাহর কোনো সৃষ্টিকে দূরে সরিয়ে রাখা অনুচিত বলেও মন্তব্য করেন।
আলোচনায় ফরহাদ মজহার আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগে আপত্তি নেই, তবে তা যেন কৃষি জমির ক্ষতি না করে, সেদিকে লক্ষ্য রেখে নীতিমালা তৈরি করা উচিত সরকারের।