ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

তৃতীয় সপ্তাহেও বাড়লো ‘জংলি’র প্রদর্শনী

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০৮:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০৮:৩৭:৫০ অপরাহ্ন
তৃতীয় সপ্তাহেও বাড়লো ‘জংলি’র প্রদর্শনী
ঈদ পার হলেও কমছে না ‘জংলি’ সিনেমার জনপ্রিয়তা। ঈদের তিন সপ্তাহ পার হয়ে গেলেও উৎসবের আমেজ ধরে রেখেছে সিনেমাটি। প্রথম দিকে সীমিত শো পেলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে চাহিদা—তৃতীয় সপ্তাহে এসে শোয়ের সংখ্যা প্রায় তিনগুণ হয়েছে।

মুক্তির পর থেকেই এম রাহিম পরিচালিত ‘জংলি’ ধীরে ধীরে হয়ে উঠেছে দর্শকদের পছন্দের সিনেমা। শুরুর দিকে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন অনেক দর্শক। সেই চাহিদার কথা মাথায় রেখে দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ শো চালু করে স্টার সিনেপ্লেক্স। এবার তৃতীয় সপ্তাহে আরও বাড়ানো হয়েছে শো।

শুক্রবার (১৮ এপ্রিল) থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রতিদিন ২১টি শো চলবে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টারে ৪টি এবং লায়ন সিনেমাসে ৩টি করে শো মিলিয়ে মাল্টিপ্লেক্সে মোট ২৮টি শো প্রদর্শিত হচ্ছে ‘জংলি’র। অথচ প্রথমে শুরু হয়েছিল মাত্র ১১টি শো দিয়ে।

শুধু মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও দারুণ চলছে সিনেমাটি। ‘বরবাদ’র পর ‘জংলি’ই এখন সর্বোচ্চ সংখ্যক হলে প্রদর্শিত সিনেমা।

টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, শুরুর দিকে সিঙ্গেল স্ক্রিনে মাত্র ৩টি হলে চলেছে ‘জংলি’। এখন তা বেড়ে ২১টি হলে প্রদর্শিত হচ্ছে। সিঙ্গেল স্ক্রিন বিবেচনায় ‘বরবাদ’–এর পরই অবস্থান ‘জংলি’র।

নির্মাতা এম রাহিম বলেন, “‘জংলি’র দর্শকের ভালোবাসা কখনও ভোলার নয়। পরিবার একসঙ্গে হাসছে, কাঁদছে—এটাই আমাদের বাংলা সিনেমার জয়।”

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া জানায়, মুক্তির প্রথম ১৬ দিনেই ‘জংলি’ আয় করেছে প্রায় ২ কোটি ৬ লাখ টাকা। দেশে ব্যাপক চাহিদার পর এবার ২৫ এপ্রিল থেকে বিদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমায় আরও আছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি ও শিশুশিল্পী নৈঋতা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য