দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার (২০ এপ্রিল) দুপুরে বনানীতে দলীয় বর্ধিত সভায় তিনি বলেন, “নব্য ফ্যাসিবাদের দোসররা আজ দাপিয়ে বেড়াচ্ছে।”
তিনি বলেন, “এই ফ্যাসিবাদকে রক্ত দিয়ে হলেও রুখে দিতে হবে। বাধা যেখানেই আসুক, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।”
জি এম কাদের আরও অভিযোগ করেন, “দেশের মিডিয়া হাউজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান—সবখানেই নব্য ফ্যাসিবাদ ঢুকে পড়েছে। তারা দখল করছে, চাঁদাবাজি করছে, দমন-পীড়ন চালাচ্ছে।”
সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই অবস্থা চলতে দেওয়া যায় না। জাতীয় পার্টিকে এখনই সংগঠিত হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”
Mytv Online