চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-কে বেসরকারি বা বিদেশি মালিকানায় হস্তান্তরের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াত। বিষয়টি নিয়ে রোববার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির শাহাজান চৌধুরী বলেন, “বিদেশি বা বেসরকারি মালিকানায় এনসিটি পরিচালিত হলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং বন্দর কর্তৃপক্ষের কর্তৃত্ব হারিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “এই টার্মিনাল থেকে অর্জিত মুনাফা বিদেশে চলে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
শাহাজান চৌধুরী জানান, এনসিটি রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হওয়াই সবচেয়ে উপযুক্ত। এটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়ে তিনি বলেন, “বিষয়টি অবিলম্বে পুনর্বিবেচনা না করলে কঠোর আন্দোলনে নামবে জামায়াত।”
সংবাদ সম্মেলনে অন্যান্য নেতারাও আশঙ্কা প্রকাশ করেন, এনসিটির মালিকানা বিদেশি বা বেসরকারি হাতে চলে গেলে দেশের বাণিজ্যিক স্বার্থ ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়বে।