ঢাকা , বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে ‘জাতীয় হিরো’ আল আহমেদ

বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৩:১৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৩:১৯:৫৩ অপরাহ্ন
বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ
রাজধানীর গুলশান ও বনানী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বনানী ১১ নম্বর ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ ঘিরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, গুলশানের বিভিন্ন সড়কে কিছু ব্যক্তি রিকশা চলাচলে বাধা দিচ্ছেন এবং রিকশার ওপর হামলা চালাচ্ছেন। একাধিক ভিডিওতে রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য দেখা যায়।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোফিজুল ইসলাম জানান, “ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গুলশান সোসাইটি যৌথভাবে গুলশানে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদেই রিকশাচালকরা আন্দোলনে নেমেছেন।”

বনানী থানার পরিদর্শক একেএম মঈন উদ্দিন জানান, “আমরা রিকশাচালকদের সঙ্গে কথা বলছি, শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।”

১৯ এপ্রিল থেকে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। ডিএনসিসির অঞ্চল-৩ এর জোনাল নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক বলেন, “ঢাকা উত্তরের প্রধান সড়কে মোটরচালিত ও প্যাডেল রিকশা—উভয়ই নিষিদ্ধ। গুলশান ও বনানী সোসাইটির দেওয়া পরিচয়পত্রের ভিত্তিতে যে রিকশা চলছিল, সেই ব্যবস্থাও বাতিল করা হয়েছে।”

তিনি আরও জানান, রিকশার লাইসেন্স ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আজাজ জানিয়েছেন, ‘ট্র্যাপার’ স্থাপন এবং অভিযান চালিয়ে প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত রিকশা সরানো হবে।

২০২৩ সালের নভেম্বর মাসে হাইকোর্ট ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও, সুপ্রিম কোর্টের চেম্বার আদালত পরে সেই আদেশে স্থিতাবস্থা জারি করেন। ট্রাফিক আইন লঙ্ঘন, যানজট ও দুর্ঘটনার হার বৃদ্ধির কারণেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

তবে রিকশাচালক ও মালিকদের দাবি, ব্যাটারিচালিত রিকশাই তাদের প্রধান জীবিকার উৎস। এই নিষেধাজ্ঞা তাদের অর্থনৈতিকভাবে বিপন্ন করে তুলছে।

বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে, যার মধ্যে বড় একটি অংশ ব্যাটারিচালিত। এমনকি, বহু পুরোনো প্যাডেল রিকশাও এখন ব্যাটারি ও মোটর সংযুক্ত করে অটোরিকশায় রূপান্তরিত হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন